দেশের ভেতরে ও বাইরে ভ্রমণের অনুমতি দিচ্ছে কুয়েত

হাওর বার্তা ডেস্কঃ বৈশ্বিক করোনা মহামারির মধ্যেই ১ আগস্ট থেকে দেশের ভেতরে ও বাইরের দেশে যাতায়াতের অনুমতি দিতে যাচ্ছে কুয়েত। কুয়েত সরকারের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার জানানো হয়েছে, মন্ত্রীরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

তবে সেই তালিকা থেকে ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, ইরান, নেপাল ও বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। এর আগে গত মাসে কুয়েত জানায়, আগস্ট থেকে বাণিজ্যিকভাবে বিমান চলাচল শুরু হবে। তবে তখন নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, কুয়েতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৬৫ হাজার নয়শ তিন জন এবং মারা গেছে চারশ ৪৪ জন। আক্রান্তদের মধ্যে ৫৬ হাজার চারশ ৬৭ জন সেরে উঠেছে এবং আট হাজার নয়শ ৯২ জন বর্তমানে চিকিৎসাধীন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর