ব্রণ দূর করে পুদিনা পাতা

হাওর বার্তা ডেস্কঃ জেনে নিন ব্রণ দূর করতে অউদিনা কীভাবে ব্যবহার করবেন-

পুদিনা পাতা দূর করবে ব্রণ

  • একটি পাত্রে ২ কাপ পানি দিন।
  • মুঠো ভর্তি পুদিনা পাতা দিয়ে দিন পানিতে।
  • ৫ মিনিট মৃদু আঁচে রেখে দিন চুলায়।
  • চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন পুদিনা চা।
  • সামান্য ঠাণ্ডা হলে মধু ও লেবুর রস মিশিয়ে নিন।
  • রাতে ঘুমানোর আগে পান করুন পুদিনা চা।

পুদিনা টোনার

  • একটি পাত্রে আপেল সিডার ভিনেগার নিন।
  • ভিনেগারের ২ অংশ পরিমাণ পুদিনা চা মেশান।
  • দ্রবণটি স্প্রে বোতলে নিয়ে নিন।
  • রাতে ঘুমানোর আগে ত্বকে স্প্রে করুন টোনার।

ব্রণের দাগ দূর করার জন্য

  • পুদিনা পাতার রস সংগ্রহ করুন।
  • রাতে ঘুমানোর আগে তুলা ভিজিয়ে ব্রণের দাগের উপর ঘষে নিন বারকয়েক।
  • সারারাত রেখে পরদিন সকালে ধুয়ে ফেলুন ত্বক।

ত্বকে পুদিনা পাতা ব্যবহার করবেন কেন?

  • পুদিনা পাতায় রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রণের জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে।
  • ত্বক টানটান করতে সাহায্য করে পুদিনা পাতা।
  • ত্বকের মরা চামড়া দূর করতে পারে এটি।
  • লোমকূপের মধ্যে জমে থাকা ময়লা পরিষ্কার করে পুদিনার রস।
  • ব্রণের পাশাপাশি ব্রণের দাগ ও ত্বকের কালচে দাগ দূর করতে অনন্য পুদিনা পাতা।
Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর