হাওর বার্তা ডেস্কঃ সাজনা গাছের পাতা ও সাজনা, এর বিষ্ময়কর উপকারীতা সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর এই নেয়ামত সম্পর্কে সবার জানা দরকার। আমাদের সকলের পরিচিত এই গাছটির নেয়ামত সম্পর্কে, ৮০% লোকে জানেন না। আসুন জেনে নিই কি সেই বিষ্ময়কর উপকারীতা!
সাজনা গাছের মধ্যে হাজার হাজার ঔষধি গুণাগুন আছে, যা জানতে পারলে আমাদের সকলের উপকারে আসবে। সাজনা ও সাজনা গাছের পাতার মধ্যে আল্লাহ তালা ৩০০ রোগের ঔষধ রয়েছে। ডায়বেটিস, গেঁজ, আলসার এবং ক্যান্সার রোগের কোষ ধংস করার বড় গুন আছে।
১০০ গ্রাম সাজনা ও সাজনা পাতার মধ্যে রয়েছে:
১. দই এর চেয়ে ৯ গুন প্রটিন।
২. গাজরের চেয়ে ১০ গুন বেশি ভিটামিন।
৩. কলার চেয়ে ১৫ গুন বেশি পটাশিয়াম।
৪. দুধ এর চেয়ে ১৭ গুন বেশি ক্যালসিয়াম।
৫. কমলার চেয়ে ১২ গুন বেশি ভিটামিন সি।
৬. পালং শাক থেকে ২৫ গুন বেশি আয়রন।
সাজনা গাছের পাতা শাক হিসাহে অনেক জনপ্রিয়। যা মানব শরীরের জন্য অনেক প্রয়োজন। বর্তমান বিশ্বে এই গাছের পাতা অনেক চাহিদা, খুব তারা তারি চা পাতার মত সাজনা পাতা ও আমাদের দেশ থেকে রপ্তানি হবে।
সাজনা গাছের পাতা খাওয়া যায়, অন্য শাকের মতই ভাজি করে খাওয়া যায়, স্বাদও অনেক ভালো।। অনেক হেসি/হেচি/পানি কলসের শাকের মত,খুব টেষ্টি।
এছাড়াও সাজনার পাতা টেলে পেয়াজ কুচি,রসুন কুচি ও কাচামরিচ দিয়ে হালকা তেলে হলুদ লবন দিয়ে ভেজে গরম ভাত দিয়ে খেলে খুব স্বাদ পাওয়া যায়। এতে শরীরের পানি জমা গায়ে ব্যাথা কমে যাবে, সাত থেকে আট দিন খেতে হবে। যাদের শরীরে পানি জমে পা ফুলে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে।
সাজনা গাছ লাগানো অনেক সহজ, সাজনা গাছের ডালা সমান ভাবে কেটে লাগিয়ে দিলেই গাছ হয়ে যায়।