হাওর বার্তা ডেস্কঃ চাঁদের জন্ম নিয়ে তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের মতে, ৪৫০ কোটি বছর আগে পৃথিবীর বুকে মঙ্গল গ্রহের আয়তনের একটি গ্রহ আছড়ে পরেছিল। এর ফলেই চাঁদের জন্ম হয়েছিল। চাঁদ থেকে আনা পাথর বিশ্লেষণ করে তারা এ তথ্য দিয়েছেন। বুধবার চিনে এক রিপোর্টে এই খবর প্রকাশিত হয়েছে।
চিনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নাসা’র তিনটি চন্দ্র পৃষ্ঠ থেকে আনা পাথর বিশ্লেষন করে সেখানে ক্লোরিন আইসোটপের সন্ধান পেয়েছেন। যা শুধুমাত্র উচ্চমানের সংঘাতে তৈরী হয়। এক বিশাল সংঘাতের ফলেই চাঁদ তৈরী হয়েছিল বলে জানিয়েছেন সেই গবেষণা দলের এক বিজ্ঞানী।
নতুন এই গবেষনার ফলে চাঁদের জন্মের ইতিহাস সম্পর্কে নতুন দিগন্ত খুলে গেল। গবেষকরা জানিয়েছেন মঙ্গলের মতো আয়তনের একটি বস্তুর সাথে ধাক্কা লেগেছিল পৃথিবীর। এই ধাক্কার ফলেই চাঁদের জন্ম।