নুসরাতের উদ্দেশে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের এলিজি

হাওর বার্তা ডেস্কঃ স্বপ্ন আর মুক্ত নিঃশ্বাস, নুসরাতের একমাত্র চাওয়া, অসীম আকাশে উড়াতে চেয়েছিলো শান্তির পায়রা; নুসরাতেরা স্বপ্ন দ্যাখে, আমাদের স্বপ্ন দেখাতে গিয়ে হারিয়ে যায় অনন্ত জীবনের পথে।

নুসরাত আমার বোন, নুসরাত আমার প্রতিবাদী কবিতা পুরনো সেই শকুনের থাবায় হারিয়ে যাওয়া নুসরাত- আমার দীপ্ত স্লোগান!

এভাবেই আমরা একাত্তরে হারিয়েছি মা-বোনদের, তাঁদের সংখ্যা একেবারেই কম নয়-তিন-চার-পাঁচ লাখ কিংবা এর থেকেও বেশি; সেদিন বাঙালির ঘাতক ছিলো পাকিস্তানি হায়েনা-আর আজ নুসরাতের ঘাতক সেই হায়েনাদের রেখে
যাওয়া পরিচয়হীন সন্তান, নরপশু মীরজাফর।

নুসরাতের এই অকাল প্রয়াণ আমাদের জন্য লজ্জার, আমরা লজ্জিত, আমরা অপরাধীর মতোই লজ্জিত; বোন নুসরাত আজ ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাঙলা।

আমাদের প্রত্যাশা, ভালো থাকুক সকল কন্যারা; পিতা মুজিবের বাঙলায় নুসরাতই আমাদের একাত্তর।

গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ এবং ডাকসু।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর