ঢাকা ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে প্রাণিসম্পদের উদ্যোগে মোরগ ও ছাগলের খাদ্য বিতরণ ইটনায় সরকারি বিদ্যমান সেবা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত মদনে সংবাদ প্রকাশের পর স্কুল কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গল বিদ্যালয় প্রাঙ্গন দখল করে ঘর নির্মাণ করছেন শিক্ষক রাজধানীতে পার্বত্য জেলার সংস্কৃতি ও ঐতিহ্যসমৃদ্ধ বিপনী বিতান উদ্বোধন করেন: পার্বত্য প্রতিমন্ত্রী সীমান্ত সড়ক পশ্চাদপদ পার্বত্য অঞ্চলকে উন্নয়নের স্রোতধারায় একীভূত করেছে মদন উপজেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি সায়েম সাধারণ সম্পাদক আরিফ মদনে ফের বয়রাহালা ব্রীজের এপ্রোচ দখল করে ঘর নির্মাণ মদনে জমি সংক্রান্ত বিরোধের জেরে কৃষককে হত্যার চেষ্টা মদনের এ.ইউ.খান উচ্চ বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

২৯ এপ্রিল: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
  • ১১ বার

আজ সোমবার, ২৯ এপ্রিল ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  ২৯ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৯তম (অধিবর্ষে ১২০তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:

১৬৩৯ – দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৬৮২ – পিটার দ্য গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮২৭ – ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।
১৯১৯ – জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১৯৩৯ – দিল্লির লাল কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫ – ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৪ – তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৯১ – ঘূর্ণিঝড় BOB 01 বাংলাদেশের দক্ষিণপূর্বে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত করে।
১৯৯৭ – বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

জন্ম:

১৮৩৭ – জর্জ এর্নেস্ত বুলঁজে, ফরাসি জেনারেল ও রাজনীতিবিদ। (মৃ. ১৮৯১)
১৮৪৪ – সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক। (মৃ.১৮৯৪)
১৮৪৮ – রাজা রবি বর্মা, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। (মৃ.০২/১০/১৯০৬)
১৮৫৪ – অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৮৬৫ – বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।
১৮৯৩ – বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)। (মং.১৯৮৪)
হ্যারল্ড ক্লেটন ইউরি, নোবেল বিজয়ী মার্কিন ভৌত রসায়নবিদ। (মৃ. ১৯৮১)
১৯০১ – হিরোহিতো, জাপানী সম্রাট। (মৃ. ১৯৮৯)
১৯০৭ – ফ্রেড জিনেমান, অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। (মৃ। ১৯৯৭)
১৯০৯ – বিপ্লবী রবি নিয়োগী।
১৯১০ – ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী বিমল দাশগুপ্ত। (মৃ.২০০০)
১৯১৭ – দিলীপকুমার রায়, ভারতীয় বাঙালি সঙ্গীতবিশারদ। (মৃ.২০২২)
মায়া ডেরেন, ইউক্রেনিয়-বংশদ্ভুত মার্কিন পরিচালক, কবি এবং ফটোগ্রাফার। (মৃ. ১৯৬১)
১৯১৯ – ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক। (মৃ.২০০০)
আতাউর রহমান,ছাত্র সংগঠনের সূচনাকারী, সাহিত্যিক ও সম্পাদক। (মৃ.১৯৭১)
১৯৩৩ – উইলি নেলসন, আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট, প্রযোজক এবং অভিনেতা।
১৯৩৬ – আলেহানদ্রা পিসারনিক, আর্জেন্টিনার কবি।
১৯৩৬ – জুবিন মেহতা, প্রা্চ্য ও প্রাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীতের ভারতীয় পরিচালক।
১৯৪০ – ব্রায়ান টাবের, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৪৮ – আইনুন নিশাত, বাংলাদেশী ইমেরিটাস অধ্যাপক, এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।
১৯৪৯ – প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী(মৃ.২০১১)[১]
১৯৫৪ – জেরি সাইনফেল্ড, মার্কিন মঞ্চ-কৌতুকশিল্পী, অভিনেতা, লেখক, প্রযোজক এবং পরিচালক।
১৯৫৭ – ড্যানিয়েল ডে-লুইস, ব্রিটিশ-আইরিশ অভিনেতা।
১৯৬৬ – ফিল টাফনেল, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
১৯৭০ – আন্দ্রে আগাসি, আমেরিকান টেনিস খেলোয়াড়।
১৯৭৭ – টাইটাস ও’নিল, মার্কিন পেশাদার কুস্তিগির এবং অবসরপ্রাপ্ত আমেরিকান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:

১৯২১ – আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৬৩)
১৯৪৫ – মুসোলিনী।
১৯৫১ – লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইংরেজি দার্শনিক এবং শিক্ষাবিদ। (জ. ১৮৮৯)
১৯৮০ – স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক। (জ.১৮৯৯)
১৯৯২ – গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯৯৬ – আবেদ হোসেন খান, একজন বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
২০০৫ – লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
২০০৬ – জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।
২০০৭ – ডিক মোৎজ, ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (জ. ২০০৭)
২০১৪ – বব হস্কিন্স, ইংরেজ অভিনেতা। (জ. ১৯৪২)
২০২০ – ইরফান খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৬৭)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মদনে প্রাণিসম্পদের উদ্যোগে মোরগ ও ছাগলের খাদ্য বিতরণ

২৯ এপ্রিল: ইতিহাসে আজকের এই দিনে যা ঘটেছিল

আপডেট টাইম : ১১:৪২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

আজ সোমবার, ২৯ এপ্রিল ২০২৩। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।  ২৯ এপ্রিল গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ১১৯তম (অধিবর্ষে ১২০তম) দিন। বছর শেষ হতে আরো ২৪৬ দিন বাকি রয়েছে।

ঘটনাবলি:

১৬৩৯ – দিল্লির লালকেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৬৮২ – পিটার দ্য গ্রেইট মাত্র দশ বছর বয়সে রাশিয়ার সম্রাট পদে অধিষ্ঠিত হন।
১৮২৭ – ফরাসি সম্রাট একাদশ চার্লস ফরাসি জাতীয় রক্ষীবাহিনীর বিলুপ্তি ঘোষণা করেন।
১৯১৯ – জালিওয়ান ওয়ালাবাগের নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ প্রদত্ত নাইট উপাধি ত্যাগ করেন।
১৯৩৯ – দিল্লির লাল কেল্লার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
১৯৪৫ – ইতালিতে জার্মান বাহিনী মিত্রশক্তির কাছে আত্মসমর্পণ করে।
১৯৫৪ – তিব্বত নিয়ে ভারত ও চীনের মধ্যে পঞ্চশীল চুক্তি সম্পাদিত হয়।
১৯৯১ – ঘূর্ণিঝড় BOB 01 বাংলাদেশের দক্ষিণপূর্বে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত করে।
১৯৯৭ – বৃটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।

জন্ম:

১৮৩৭ – জর্জ এর্নেস্ত বুলঁজে, ফরাসি জেনারেল ও রাজনীতিবিদ। (মৃ. ১৮৯১)
১৮৪৪ – সমাজসেবী ও দানশীল ব্যক্তিত্ব যদুলাল মল্লিক। (মৃ.১৮৯৪)
১৮৪৮ – রাজা রবি বর্মা, বিখ্যাত ভারতীয় চিত্রশিল্পী। (মৃ.০২/১০/১৯০৬)
১৮৫৪ – অঁরি পোয়াঁকারে, ফরাসি গণিতবিদ, তাত্ত্বিক পদার্থবিদ ও দার্শনিক।
১৮৬৫ – বিশ্বজনীন ত্রিভাষিক ইতালিয়ান-স্লোভেনিয়ান স্থপতি ম্যাক্স ফেভিয়ানি।
১৮৯৩ – বাঙালি লেখিকা ও ঔপন্যাসিক শান্তা দেবী (নাগ)। (মং.১৯৮৪)
হ্যারল্ড ক্লেটন ইউরি, নোবেল বিজয়ী মার্কিন ভৌত রসায়নবিদ। (মৃ. ১৯৮১)
১৯০১ – হিরোহিতো, জাপানী সম্রাট। (মৃ. ১৯৮৯)
১৯০৭ – ফ্রেড জিনেমান, অস্ট্রিয়ায় জন্মগ্রহণকারী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। (মৃ। ১৯৯৭)
১৯০৯ – বিপ্লবী রবি নিয়োগী।
১৯১০ – ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী বিমল দাশগুপ্ত। (মৃ.২০০০)
১৯১৭ – দিলীপকুমার রায়, ভারতীয় বাঙালি সঙ্গীতবিশারদ। (মৃ.২০২২)
মায়া ডেরেন, ইউক্রেনিয়-বংশদ্ভুত মার্কিন পরিচালক, কবি এবং ফটোগ্রাফার। (মৃ. ১৯৬১)
১৯১৯ – ওস্তাদ আল্লারাখা, বিখ্যাত ভারতীয় তবলা বাদক। (মৃ.২০০০)
আতাউর রহমান,ছাত্র সংগঠনের সূচনাকারী, সাহিত্যিক ও সম্পাদক। (মৃ.১৯৭১)
১৯৩৩ – উইলি নেলসন, আমেরিকান গায়ক, গীতিকার, গিটারিস্ট, প্রযোজক এবং অভিনেতা।
১৯৩৬ – আলেহানদ্রা পিসারনিক, আর্জেন্টিনার কবি।
১৯৩৬ – জুবিন মেহতা, প্রা্চ্য ও প্রাশ্চাত্যের শাস্ত্রীয় সঙ্গীতের ভারতীয় পরিচালক।
১৯৪০ – ব্রায়ান টাবের, অস্ট্রেলিয়ান ক্রিকেটার।
১৯৪৮ – আইনুন নিশাত, বাংলাদেশী ইমেরিটাস অধ্যাপক, এবং পানি সম্পদ ও জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ।
১৯৪৯ – প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী উৎপলেন্দু চৌধুরী(মৃ.২০১১)[১]
১৯৫৪ – জেরি সাইনফেল্ড, মার্কিন মঞ্চ-কৌতুকশিল্পী, অভিনেতা, লেখক, প্রযোজক এবং পরিচালক।
১৯৫৭ – ড্যানিয়েল ডে-লুইস, ব্রিটিশ-আইরিশ অভিনেতা।
১৯৬৬ – ফিল টাফনেল, সাবেক ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকার।
১৯৭০ – আন্দ্রে আগাসি, আমেরিকান টেনিস খেলোয়াড়।
১৯৭৭ – টাইটাস ও’নিল, মার্কিন পেশাদার কুস্তিগির এবং অবসরপ্রাপ্ত আমেরিকান ফুটবল খেলোয়াড়।

মৃত্যু:

১৯২১ – আর্থার মোল্ড, ইংরেজ ক্রিকেটার। (জ. ১৮৬৩)
১৯৪৫ – মুসোলিনী।
১৯৫১ – লুডভিগ ভিটগেনস্টাইন, অস্ট্রিয়ান বংশোদ্ভূত ইংরেজি দার্শনিক এবং শিক্ষাবিদ। (জ. ১৮৮৯)
১৯৮০ – স্যার আলফ্রেড যোসেফ হিচকক, ইংরেজ চলচ্চিত্র নির্দেশক ও প্রযোজক। (জ.১৮৯৯)
১৯৯২ – গোলাম ফারুক খান, পূর্ব পাকিস্তানের গভর্নর।
১৯৯৬ – আবেদ হোসেন খান, একজন বাংলাদেশী উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী, সেতার বাদক ও সুরকার।
২০০৫ – লিওনিদ খাচিয়ান, আর্মেনীয়-বংশোদ্ভুত রুশ গণিতবিদ ও কম্পিউটার বিজ্ঞানী।
২০০৬ – জন কেনেথ গলব্রেইথ, মার্কিন অর্থনীতিবিদ।
২০০৭ – ডিক মোৎজ, ক্রাইস্টচার্চে জন্মগ্রহণকারী বিখ্যাত নিউজিল্যান্ডীয় আন্তর্জাতিক ক্রিকেট তারকা। (জ. ২০০৭)
২০১৪ – বব হস্কিন্স, ইংরেজ অভিনেতা। (জ. ১৯৪২)
২০২০ – ইরফান খান, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা। (জ.১৯৬৭)