হাওর বার্তা ডেস্কঃ ভারতের অযোধ্যায় বাবরি মসজিদের পাশে একটি জমিতে পূজা করার আবেদন খারিজ করে দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে জারি রেখেছে এলাহাবাদ হাইকোর্টের জরিমানার নির্দেশও।
এই সময় প্রধান বিচারপতি রঞ্জন আবেদনকারীরক উদ্দেশ্য করে বলেন, ‘আপনারা দেশটাকে কখনো শান্তিতে থাকতে দেবেন না। সব সময় কিছু না কিছু লেগে থাকবে।’
পাশাপাশি, ওই আবেদনকারীর বিরুদ্ধে এলাহাবাদ হাইকোর্টের জারি করা পাঁচ লাখ টাকা জরিমানার নির্দেশও বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। এর আগে অযোধ্যার বিতর্কিত এই জমিতে নামাজ পড়ার আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন একই ব্যক্তি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে বাবরি মসজিদের পাশের জমিতে পূজা করার উদ্দেশে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন বিজেপি নেতা সুব্রহ্মণিয়াম স্বামী। মৌলিক অধিকারের যুক্তিতে করা সেই আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত।