হাওর বার্তা ডেস্কঃ পান চিবানোকে অহেতুক আর বাজে অভ্যাস বলা হয়। কিন্তু পান চিবিয়ে ক্যানসারের সঙ্গে লড়াই করা যায় বলে নতুন তথ্য বেরিয়ে এসেছে। সম্প্রতি ভারতীয় গবেষকরা দাবি করেছেন, পান চিবানোর মাধ্যমে এক ধরনের বোনম্যারো ক্যানসারের সঙ্গে লড়াই করা যায়।
তারা জানান, পান থেকে নিঃসৃত হওয়া একটি পদার্থ ক্যানসার আক্রান্ত রোগীর জন্য উপকারী। ওই পদার্থ অস্থি মজ্জাকে রক্তের শ্বেতকণিকা তৈরিতে সহায়তা করে। পান পাতার অ্যালকোহলিক নির্যাস ক্রনিক মাইলয়েড লিউকোমিয়া আক্রান্ত রোগীদের সাহায্য করে।
পানের কারণে ক্যানসার চিকিৎসায় নতুন করে আশার আলো দেখছেন কলকাতা ও মুম্বাইয়ের গবেষকরা।
ভারতের ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজি, কলকাতার হেমাটোলজি বিভাগ ও পাইরামাল লাইফ সায়েন্স মুম্বাইয়ের গবেষকরা একসঙ্গে গবেষণা করে পান বিষয়ে এ তথ্য দেন।
তারা জানান, গবেষণায় দেখা গেছে, পানের অ্যালকোহলিক নির্যাসের প্রধান উপাদান হাইড্রোকসিশ্যাভিকল এবং এটি মানবদেহের জন্য উপকারী। এ উপাদানটিই লিউকোমিয়ার বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করে।