হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমা ‘তুই আমার রানি’ গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম সপ্তাহে সিনেমাটি চল্লিশটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ছবিতে অভিনয় করেছেন নায়িকা মিষ্টি জান্নাত। মিষ্টির বিপরীতে আছেন টালিউড অভিনেতা সূর্য। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের সজল আহম্মেদ ও কলকাতার পীযূষ সাহা।
ছবিটি মুক্তির পর পার হয়েছে তিনদিন। চলচ্চিত্রের বর্তমান মন্দা বাজারে কেমন সাড়া পেলো
‘তুই আমার রানি’ ছবিটি তা জানতে সরজমিনে রাজধানীর বিভিন্ন হলে সংবাদ প্রতিনিধিরা।
ছবিটি নিয়ে মধুমিতা সিনেমা হলের গেইটম্যান সাইফুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরেই সিনেমা হলে নতুন ছবি মুক্তি পায়নি। যে কারণে দিনে দিনে দর্শক কমছে। যাঁরা নিয়মিত ছবি দেখেন, তাঁরা পুরোনো ছবি দেখে ফিরে গিয়েছেন এত দিন। যে কারণে শুক্রবার আমাদের সিনেমা হলে দর্শক ছিল ৩০ শতাংশের মতো। তবে শনি-রোববার দর্শক বেড়েছে। নিয়মিত ছবি মুক্তি পেলে ছবিটি আরো ভালো চলত।’
পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘আমরা ছবিটি মুক্তির দেওয়ার আগে চিন্তায় ছিলাম, কারণ এখন সিনেমা হলে দর্শক কমেছে। তবে গত তিন দিনে ছবি যে ব্যবসা করেছে, আমরা সন্তুষ্ট। ছবিটি দর্শক ও সিনেমা হল মালিকরা পছন্দ করেছেন। গত শুক্রবারে আমরা ৩২টি সিনেমা হলে ছবিটি মুক্তি দিয়েছি। আগামী শুক্রবার পহেলা বৈশাখ উপলক্ষে আরো বেশি সিনেমা হলে মুক্তি পাবে। এরই মধ্যে আগামী শুক্রবারের জন্য ছবিটি বুকিং করছেন সিনেমা হলের মালিকরা।’
ছবিটিতে অভিনয়ের পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছেন মিষ্টি জান্নাত। ছবির ব্যবসা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তিনি। মিষ্টি বলেন, ‘আমি প্রতিদিনই বিভিন্ন সিনেমা হলে ঘুরে দর্শকদের সঙ্গে কথা বলছি। সবাই ছবিটি পছন্দ করছেন। গত শুক্রবার দর্শক ছিল মোটামুটি। তবে শনি ও রোববার দর্শক বেড়েছে। আমাদের দেশে ছবির প্রচার কম হয়, যে কারণে অনেকেই জানেন না নতুন ছবি মুক্তি পেয়েছে।’
মিষ্টি ও সূর্য ছাড়াও ‘তুই আমার রানী’ ছবিতে অভিনয় করেছেন আবু হেনা রনি, সজল, রেবেকা, রউফ, রাজেশ শর্মা, সুপ্রিয় দত্ত, দুলাল সরকার, সুপ্রিয় দত্ত প্রমুখ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের হ্যাভেন মাল্টিমিডিয়া ও কলকাতার প্রিন্স এন্টারটেইনমেন্ট।
বাংলাদেশের এক সপ্তাহ পর ১২ এপ্রিল ভারতে সিনেমাটি মুক্তি পাবে। এছাড়া পর্যায়ক্রমে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই ও কানাডায়ও এটি প্রদর্শিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।