হাওর বার্তা ডেস্কঃ জামালপুরে একটি অনুষ্ঠান শেষে ঢাকায় ফেরার পথে অন্য রকম এক খুনসুটিতে মেতে ওঠেন অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। একটি পানের দোকানে বসে শুরু করেন দোকানদারি। তাঁর দোকানে পান কিনতে যান নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। অভিনেতা ফেরদৌস যান কফি খেতে।
পূর্ণিমা অবশ্য ফেরদৌসকে সাফ জানিয়ে দেন, তিনি পান বিক্রি করেন, কফি না। একপর্যায়ে সোহাগ-ফেরদৌস হাসতে হাসতে বলে ওঠেন, তাঁরা ‘খুশির ঠ্যালায়’ পূর্ণিমার দোকানে গেছেন! ঘটনাটির ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেছেন পূর্ণিমা। ক্যাপশন দিয়েছেন, ‘পানওয়ালী’। এ নিয়ে তাঁর বন্ধু-ভক্তরাও বেশ মজা করছেন!