তাড়াইলে ভেজাল চানাচুর তৈরী করায় ৩০ হাজার জরিমানা

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইলে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সোমবার (৮ এপ্রিল) দুপুর ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ জেলার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক ইব্রাহীম হোসেন জেলা পুলিশ প্রশাসনের সহয়তায় ভোক্তা সংরক্ষণ অধিকার আইন ২০০৯ এর ৫১ ধারায় এই জরিমানা আদায় করা হয়।

উপজেলার সদর ইউনিয়নের পংপাচিহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি বাড়িতে আজমল খান সোহেল নামে এক ব্যক্তি কারখানা খুলে বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের চানাচুরের প্যাকেটে নিন্মমানের চানাচুর ভরে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে হাতেনাতে প্রমাণ পাওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আজমল খান সোহেল উপজেলার দিগদাইড় ইউনিয়নের করাতি গ্রামের রফিকুল ইসলাম খানের ছেলে। সে হাবিব ফুড এন্ড ভেবারেজ’ নামে একটি চানাচুরের কারখানা খুলে দীর্ঘদিন ধরে এ কাজ করে আসছে বলে জানায় এলাকাবাসী।

এসময় ডিএসআই শংকর পাল এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর