গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের সরকার দলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের ছোড়া গুলিতে আহত শিশু সৌরভকে বৃহস্পতিবার ছাড়পত্র দিবে হাসপাতাল কর্তৃপক্ষ। তাকে রোববার ছাড়ার কথা থাকলেও সৌরভের জন্য গঠিত চিকিৎসা বোর্ড বৃহস্পতিবার ছাড়পত্র দেয়ার জন্য হাসপাতাল পরিচালকের কাছে একটি সুপারিশ পত্র জমা দিয়েছে।
বুধবার হাসপাতালে গিয়ে দেখা যায়, সৌরভ কোন সাহায্য ছাড়াই একা একা হাটছে তবে ৫ মিনিটের বেশি হাটতে পারেনি সে। সৌরভের ক্ষত জায়গার ব্যাণ্ডেজ ও শিলাই কেটে দেয়া হয়েছে । তাই সে পরিক্ষামূলক একটু চলাচলের চেষ্টা করছে বলে জানিয়েছেন সৌরভের চিকিৎসক মাহফুজুল হক। তিনি জানান, সৌরভের ইঞ্জুরি অনেকটা শুকিয়ে জেতে শুরু করেছে। আমরা তাকে একটু হাটাতে চেষ্টা করছি। তবে, বাম পায়ের আঘাতটা একটু জোড়ালো হওয়ায় বাম পা ফেলতে একটু সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে, আগামীকাল বাড়িতে ফিরতে পারবে বলে আনন্দিত সৌরভ। কিন্তু পরিবারের নিরাপত্তা নিয়ে এখনও সংশয় কাটেনি সৌরভের বাবা সাজু মিয়ার। তিনি জানান, বৃহস্পতিবার বাড়িতে ফিরলে হয়ত লিটন ভাইয়ের লোকজন আমাকে তুলে নিয়ে যাবে মামলা তুলে নেয়ার জন্য। তাই আমি আমার পরিবারের যাবতীয় নিরাপত্তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর বুধবার রাত ১০ টায় উত্তরা থেকে গ্রেফতার হন এমপি লিটন। পরের দিন গাইবান্ধার সুন্দরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে হাজির করে পুলিশ। পরে লিটনকে নির্দোষ দাবি করে জামিন আবেদন করে তার আইনজীবি সিরাজুল ইসলাম বাবু। রাষ্ট্রপক্ষ তার জামিনের বিরোধীতা করলে জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সাংসদ লিটন ডিডিশন পেয়ে এখনও গাইবান্ধা কারাগারে বন্দী রয়েছেন।