অনিয়মের অভিযোগে ৭ কর্মকর্তাকে গ্রেপ্তার: ইসি সচিব

হাওর বার্তা ডেস্কঃ নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ভোটগ্রহণ চলাকালে অনিয়মে জড়িত থাকায় সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এ কথা জানান।

তিনি বলেন, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে একটি উপজেলা ও ১২টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অনিয়মের অভিযোগে সাতজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হেলালুদ্দীন আহমদ বলেন, অনিয়মের কারণে কুমিল্লার তিতাস উপজেলার সব কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। এর বাইরে ১২টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। কেন্দ্রগুলো হলো-মুন্সীগঞ্জের তিনটি, ঢাকার ধামরাইয়ের একটি, কুমিল্লার চান্দিনায় চারটি, মেঘনায় দুটি ও হোমনার দুটি কেন্দ্র। বাকি কেন্দ্রগুলোতে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, রোববার দেশের ১০৭টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর