নৌ-পুলিশের অভিযানে এক কোটি ৪৬ লক্ষাধিক মিটার অবৈধজাল জব্দসহ ৯৮ জনকে আটক করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাছ বিভিন্ন প্রজাতির বাগদা রেনু পোনা উদ্ধার করা হয়। এসব ঘটনায় ১৫টি মৎস্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (২২ এপ্রিল) থেকে আজ মঙ্গলবার পর্যন্ত এই ২৪ ঘণ্টায় এসব জাল জব্দ ও মাছ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার (ট্রেনিং, ক্যারিয়ার অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।পুলিশ সুপার বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথের নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ-পুলিশ দেশব্যাপী অভিযান চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট এক কোটি ৪৬ লাখ ৪৮ হাজার ৬৬০ মিটার অবৈধ জাল, ১ হাজার ৫৯৩ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির ১ লাখ ২২ হাজার পিস বাগদা রেনু পোনা জব্দ করা হয়। এদিন নৌ পুলিশ অভিযান চালিয়ে ২৩টি ঝোপ ধ্বংস করে এবং ঘটনাস্থল থেকে ৯টি নৌকা ও একটি ট্রলার জব্দ করে।
তিনি জানান, এই অভিযানে আটক ৯৮ জন আসামির মধ্যে ৩৪ জনের বিরুদ্ধে ১০টি মৎস্য মামলা, ৫ জনের বিরুদ্ধে একটি মামলা হয়। চারজনের বিরুদ্ধে ননএফআইআর প্রসিকিউশন এবং ১৩ জনের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করা হয়। এ ছাড়া মোবাইল কোর্টের সাথে অভিযান পরিচালনাকালে ১৬ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ,১৬ জনকে তেষট্টি হাজার চারশত টাকা জরিমানা এবং ১০ জনকে মুচলেকায় খালাস দেওয়া হয়।
এ পুলিশের এই কর্মকর্তা আরো জানান, জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।