সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অতিরিক্ত ভাড়া আদায় যারা করছেন তাদের কেউ শাস্তি থেকে রক্ষা পাবেন না। এক্ষেত্রে কোনো প্রকার ছাড়, নমনীয়তা বা শৈথিল্য প্রদর্শন করা হবে না।
মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁও বিআরটিএ কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ সতর্কবার্তা দেন।
ওবায়দুল কাদের বলেন, আগে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে ৪টি টিম অভিযান চালাতো। এখন ৬টি নামবে। কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। যেখানে অতিরিক্ত ভাড়া আদায়, সেখানেই শাস্তিমূলক ব্যবস্থা।
উল্লেখ্য, ১ অক্টোবর থেকে বিভিন্ন গন্তব্যের বাস-মিনিবাসে ভাড়া বাড়ানোর ছুতায় অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।