হাওর বার্তা ডেস্কঃ গলির দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সবচেয়ে বড় ব্যবসাপ্রতিষ্ঠানটি ডিজিটাল পদ্ধতি ব্যবহার না করলে আগামী পৃথিবীতে তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। ই-কমার্স মেলায় গতকাল মন্ত্রী বলেন, ব্যবসায়ের ডিজিটাল রূপান্তর শুরু হয়েছে। ডাক বিভাগের নেটওয়ার্ককে ই-কমার্সে যুক্ত করে গ্রামে অনলাইন কেনাকাটার আগ্রহ বেড়েছে। পার্সেল ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে ই-কমার্স ব্যবসাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে।
মোস্তাফা জব্বার, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রী।