হাওর বার্তা ডেস্কঃ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও শোক জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় বাংলাদেশ ক্রিকেট দলের কোনো ধরনের ক্ষতি না হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন তিনি।
জানা গেছে, আজ সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ট্রুডো। এ সময় ওই হামলার তীব্র নিন্দা জানান। একইসঙ্গে বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানান দুই দেশের প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত, গত শুক্রবার জুমার নামাজের সময় নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচারে গুলি চালান ব্রেন্টন ট্যারেন্ট নামে এক অস্ট্রেলীয় নাগরিক। এতে এ পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ। এ ঘটনায় অল্পের জন্য বেঁচে যান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। এদিকে শান্তির দেশে এমন জঘন্য হামলার ঘটনায় স্তম্ভিত বিশ্ব।