জেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

হাওর বার্তা ডেস্কঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল ১০টায় বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

এছাড়াও জেলার ১১টি উপজেলার ২২টি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার এর উদ্বোধন করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নার স্থাপিত বিদ্যালয়গুলো হচ্ছে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্বম্ভরপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামালগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী কালাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধর্মপাশা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাল্লা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নতুন কর্ণগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দরগাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উল্লেখ্য, বঙ্গবন্ধু বর্ষ অর্থাৎ ১৭ মার্চ ২০২০ তারিখের মধ্যেই জেলার অবশিষ্ট সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ সময়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মিজানুর রহমান, জেলা প্রাথমিক মিক্ষা অফিসার জনাব মো. জিল্লুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, গকুল চন্দ্র দেবনাথ, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর