সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘দেশের মানুষ আজ শান্তিতে নেই। মায়ের পেটে শিশুরা যেমন অনিরাপদ তেমনি দেশের ভেতরে বিদেশীরাও খুন হন। জাতীয় পার্টির সময় শিশু খুন, বিদেশী খুন, রাহাজানি এগুলো ছিল না।’
তিনি সোমবার বিকালে চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সাবেক এ রাষ্ট্রপতি বলেন, ‘জাতীয় পার্টির আমলে ক্ষমতায় যাওয়ার জন্য কাউকে রক্ত দিতে হয়নি। বর্তমানে ক্ষমতার জন্য জনগণকে রক্ত ঝরাতে হচ্ছে। জনগণ পরিবর্তন চায়। আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তাতে জাতীয় পার্টি এককভাবে নির্বাচনে অংশ নেবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশের হাজার হাজার মাইল রাস্তা পাকাকরণ; সরকারি ভবন ও চট্টগ্রামের কর্ণফুলী সেতু নির্মাণ; উপজেলাকে জেলা করা; সবকিছুই হয়েছে জাতীয় পার্টির আমলে। তাই সবাইকে জাতীয় পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিতে হবে।’
দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সামশুল আলম মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব নুরুচ্ছফা সরকারের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, সৈয়দ আবুল হোসেন বাবলা এমপি, চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির সভাপতি মাহজাবীন মোরশেদ এমপি, জাতীয় যুবসংহতির সভাপতি এ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভুইয়া, তাজুর রহমান এমপি, সাবেক এমপি সিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা জাপার আহ্বায়ক ও সীতাকুণ্ড উপজেলার সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম বাচ্চু প্রমুখ।
সম্মেলনে সামশুল আলম মাস্টারকে সভাপতি ও নুরুচ্ছফা সরকারকে সাধারণ সম্পাদক করে দক্ষিণ জেলা জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন হুসেইন মুহম্মদ এরশাদ।