হাওর বার্তা ডেস্কঃ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে চতুর্থ ধাপের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। আগের সিদ্ধান্ত অনুযায়ী এসব উপজেলায়ও ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থিতা উন্মুক্ত রেখেছে ক্ষমতাসীন দলটি। শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের এক সভায় এ প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়।
সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আরো উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, ফারুক খান, মাহবুব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান ও আবদুস সোবহান গোলাপ।
আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে দেশের ১২২টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের আরও তিনটি বৈঠকে প্রথম তিন ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করেছিল আওয়ামী লীগ।
সভা শেষে দলটির দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রার্থী তালিকা ঘোষণা করা হয়।