বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচ্য নয়: আইজিপি

হাওর বার্তা ডেস্কঃ দেশের পরিস্থিতি অতীতের যেকোনো সময়ের চেয়ে বর্তমানে যথেষ্ট ভালো। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা দিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করলে হবে না। আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটির সুখীনীলগঞ্জের জেলা পুলিশ লাইনে কয়েকটি প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

এ সময় পুলিশ প্রধান আরো বলেন, জাতীয় নির্বাচনের পর পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রের ব্যবহার হচ্ছে। এসব অস্ত্র উদ্ধারের জন্য সম্মিলিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এগুলো অচিরেই উদ্ধার করা হবে।

পুলিশ প্রধান রাঙামাটির কাউখালী, জুরাছড়ি, রাজস্থলী থানা ভবন, লংগদুর গুলশাখালী পুলিশ ফাঁড়ি ভবন, রাঙামাটি পুলিশ লাইনের অস্ত্রাগার ভবন উদ্বোধন করেন। এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জর ডিআইজি খন্দকার গোলাম ফারুখ রাঙামাটি পুলিশ সুপার মো. আলমগীর কবির উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর