হাওর বার্তা ডেস্কঃ ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাবেদ জারিফ পদত্যাগ করেছেন। সোমবার রাতে নিজের ইনস্টাগ্রাম পেজে দেয়া এক পোস্টে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
পোস্টে তিনি লিখেছেন, ‘৬৭ মাস ধরে দায়িত্ব পালনের সময় সরকার এবং প্রিয় ও সাহসী জনগণের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি সেজন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। দায়িত্ব চালিয়ে যেতে না পারা এবং এতদিন দায়িত্ব পালনের সময় যেসব ভুলত্রুটি হয়েছে সেজন্য আমি সবার কাছে বিনীত ক্ষমা প্রার্থনা করছি ।’
তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তার উল্লেখ করেননি জাবেদ।
অসমর্থিত গণমাধ্যম সূত্রগুলো অবশ্য জানিয়েছে, সোমবার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের তেহরান সফর ইস্যুতে তিনি পদত্যাগ করেছেন। আসাদের তেহরান সফরকালে তার সঙ্গে জাবেদের কোনো ছবি গণমাধ্যমে পাওয়া যায়নি। ‘সফরের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে কিছু জানানো হয়নি’ বলে একটি অনলাইন সংবাদমাধ্যম জানিয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং জাতিসংঘে ইরানি মিশনের মুখপাত্র আলিরেজা মুসাভি পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের খবর নিশ্চিত করেছেন। তবে প্রেসিডেন্ট হাসান রুহানি পদত্যাগপত্র গ্রহণ করেছেন কিনা সে বিষয়ে তাৎক্ষনিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠির যে পরমাণু সমঝোতা হয়েছিল তার অন্যতম রূপকার বলা হয় জাবেদ জারিফকে। গত বছর চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নিলে কট্টর পশ্চিমাবিরোধীদের সমালোচনার কবলে পড়েন জাবেদ জারিফ।