২০২০ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে

হাওর বার্তা ডেস্কঃ ২০২০ সালে দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি প্রকৌশলী মাহফুজুর রহমান। তিনি বলেন, ‘প্রথম ধাপের তারিখ নির্ধারণ করা হয়েছে ১০, ১১ ও ১২ জানুয়ারি এবং দ্বিতীয় ধাপের তারিখ নির্ধারণ করা হয় ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি।’

এদিকে মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ৫৪তম বিশ্ব ইজতেমা শেষ হবে। তাবলিগ জামাতের চলমান দ্বন্দের কারণে এবার পূর্ব ঘোষিত তারিখে ইজতেমা আয়োজনে বিলম্ব হয়।

স্বরাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ের মধ্যস্থতায় তাবলিগের উভয়গ্রুপের উপস্থিতিতে এবারের ইজতেমা একসঙ্গে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ইজতেমা ময়দানে বয়ান ও আখেরি মোনাজাতকে কেন্দ্র করে একসঙ্গে অনুষ্ঠিত এ ইজতেমাও দুই ধাপে আলাদা আলাদা বয়ান ও মোনাজাতের ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে বিশ্ব ইজতেমা নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। মানুষের দুর্ভোগ সংকট কাটাতে ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে ভাগ করে আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর