ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট

হাওর বার্তা ডেস্কঃ ভূমিকম্পের ঝাঁকুনিতে কেঁপে উঠেছে সিলেট। কয়েক সেকেন্ড স্থায়ীত্বের এই কম্পনে কেঁপে উঠে বাড়িঘর। নগরীর বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনে এ তথ্য জানান স্থানীয়রা।

আজ শনিবার সকাল ৮টা ২৯ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল এবং উৎপত্তি স্থল কোথায়, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

জিন্দাবাজার এলাকা থেকে সংবাদকর্মী মাজেদ আহমদ জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে তার ভবনটি কেঁপে ওঠে। তবে তা বেশিক্ষণ স্থায়ী ছিল না।

একইভাবে টিলাগড় থেকে এহসানুল হক মুন্না, কানাইঘাট থেকে সংবাদকর্মী আলা উদ্দিন, গোলাপগঞ্জের কানন চন্দও ভূকম্পন অনুভূত হওয়ার তথ্য সাংবাদিককে জানিয়েছেন।

ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে অনেককে ছুটাছুটি করতে দেখা গেছে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর