জ্বালানি খাতে মালয়েশিয়াকে আরও বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতি

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বাণিজ্য-বিনিয়োগের সম্পর্ক আরও সম্প্রসারণের জন্য বাংলাদেশ থেকে  ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক রপ্তানির পাশাপাশি বাংলাদেশের অবকাঠামো খাত, বিদ্যুৎ-জ্বালানি খাতে মালয়েশিয়াকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত বিদায়ী মালয়েশিয়ার দূত নুর আশিকিন বিনতি মোহাম্মদ তায়িব বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ শেষে তার প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘রাষ্ট্রপতি দূতকে বলেন, মালয়েশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার। দেশ দুটির বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে। উভয় দেশই এলক্ষ্যে সম্ভাবনাময় খাতগুলো ব্যবহার করলে উপকৃত হবে।’

রাষ্ট্রপতি বলেন, ‘মালয়েশিয়া বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক নিতে পারে। মালয়েশিয়া বাংলাদেশের অবকাঠামো খাত, বিদ্যুৎ-জ্বালানি খাতে বিনিয়োগ করতে পারে। এতে দুটি দেশই উপকৃত হবে।’

বিদায়ী দূত এসময় বলেন, দুই দেশের সম্পর্ক দিন দিন সম্প্রারিত হচ্ছে। বাংলাদেশের জনশক্তি মালয়েশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি আশা করেন দুই দেশের এই সম্পর্ক দিন দিন আরও সম্প্রসারিত হবে।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর