ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতরত্নে ভূষিত প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯
  • ২৭৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’-এ ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক।

এছাড়াও আসামের সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্রকার ভূপেন হাজারিকাকে দেয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।

অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য মরণোত্তর ‘ভারতরত্ন’ দেয়া হচ্ছে সমাজকর্মী নানাজি দেশমুখকে। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্যও ছিলেন দেশমুখ।

প্রণব মুখার্জি জানিয়েছেন, ভারতবাসীকে অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এ সম্মান গ্রহণ করছি। বার বার বলে এসেছি, দেশের মানুষকে যা দিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি আমি।

এই তিনজনের ‘ভারতরত্ন’ পাওয়া নিয়ে একাধিক টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইটে তার মন্তব্য, প্রণবদা আমাদের দেশের একজন অসামান্য নাগরিক। কয়েক দশক ধরে তিনি নিরলস দেশকে সেবা করে চলেছেন। দেশের উন্নয়নে তার অবদান অত্যন্ত স্পষ্ট। তার ভারতরত্ন পাওয়ার খবরে আমি আনন্দিত।

এদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, উনি কংগ্রেসের লোক। আজীবন কাজের সম্মান পেলেন। আমরা গর্বিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

ভারতরত্নে ভূষিত প্রণব মুখার্জিকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট টাইম : ০৫:০৭:৪১ অপরাহ্ন, শনিবার, ২৬ জানুয়ারী ২০১৯

হাওর বার্তা ডেস্কঃ ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সর্বোচ্চ অসামরিক রাষ্ট্রীয় পদক ‘ভারতরত্ন’-এ ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি। দীর্ঘ কয়েক দশক ধরে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন ৮৩ বছরের এই প্রবীণ রাজনীতিক।

এছাড়াও আসামের সঙ্গীতশিল্পী এবং চলচ্চিত্রকার ভূপেন হাজারিকাকে দেয়া হচ্ছে মরণোত্তর ‘ভারতরত্ন’ সম্মান। এর আগে তিনি পেয়েছেন পদ্মশ্রী, পদ্মভূষণ এবং দাদাসাহেব ফালকে পুরস্কার।

অন্যদিকে দেশের প্রতি অবদানের জন্য মরণোত্তর ‘ভারতরত্ন’ দেয়া হচ্ছে সমাজকর্মী নানাজি দেশমুখকে। দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সদস্যও ছিলেন দেশমুখ।

প্রণব মুখার্জি জানিয়েছেন, ভারতবাসীকে অত্যন্ত শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে এ সম্মান গ্রহণ করছি। বার বার বলে এসেছি, দেশের মানুষকে যা দিয়েছি, তার চেয়ে বেশি পেয়েছি আমি।

এই তিনজনের ‘ভারতরত্ন’ পাওয়া নিয়ে একাধিক টুইট করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি টুইটে তার মন্তব্য, প্রণবদা আমাদের দেশের একজন অসামান্য নাগরিক। কয়েক দশক ধরে তিনি নিরলস দেশকে সেবা করে চলেছেন। দেশের উন্নয়নে তার অবদান অত্যন্ত স্পষ্ট। তার ভারতরত্ন পাওয়ার খবরে আমি আনন্দিত।

এদিকে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, উনি কংগ্রেসের লোক। আজীবন কাজের সম্মান পেলেন। আমরা গর্বিত।