আইন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় সমঅধিকারের দাবি

হাওর বার্তা ডেস্কঃ সরকারের আইন কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়ায় সমঅধিকারের দাবি জানিয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবীরা। আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ব্লাইন্ড ল গ্রাজুয়েটস অ্যান্ড অ্যাডভোকেটস সোসাইটি বাংলাদেশের (ব্লাসবিডি) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ দাবি জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বিশেষ অতিথি ছিলেন-বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ওয়াদুদ, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক এ এইচ এম নোমান খান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি সাইদুল হক।

সভাপতিত্ব করেন ব্লাসবিডির সভাপতি মোশাররফ হোসেন মজুমদার। লিখিত বক্তব্য পাঠ করেন ব্লাসবিডির নির্বাহী সদস্য মো. আল আমিন। স্বাগত বক্তব্য রাখেন ব্লাসবিডির সাধারণ সম্পাদক এ এম মোসলেহ উদ্দিন উদ্দিন আহমেদ।

লিখিত বক্তব্যে অ্যাডভোকেট আল আমিন বলেন, শিক্ষা ও কর্মসংস্থানপ্রাপ্তির ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের চাকরির জন্য সংরক্ষিত কোটা বাস্তবায়ন সুনিশ্চিৎ করতে হবে। সরকারের আইন কর্মকর্তা নিয়োগ প্রদান ও বিচারক নিয়োগের ক্ষেত্রে তা কার্যকর করতে হবে।

আগামীতে পাবলিক প্রসিকিউটর, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগে অন্তত ১ শতাংশ হলেও প্রতিবন্ধী আইনজীবীদের প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবি জানান খাদেমুল ইসলাম চৌধুরী ।

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপনের প্রতিশ্রুতি দেন। একই সাথে দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবীদের জন্য মাসিক ভাতা প্রদান, চিকিৎসা প্রদানের জন্য তার পক্ষ থেকে সরকারকে অনুরোধ জানানোর আশ্বাস দেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর