পদ্মাসেতুর ৬ষ্ঠ স্প্যান দৃশ্যমান হবে কাল

হাওর বার্তা ডেস্কঃ বহুল আকাঙ্খিত পদ্মাসেতুর জাজিরা প্রান্তের ৩৭ ও ৩৮ নম্বর খুঁটির ওপর ১৫০ মিটার দৈর্ঘ্য ৬ষ্ঠ স্প্যান বসানোর হবে কাল। আগামীকাল বুধবার (২৩ জানুয়ারি) সকাল ৭টা থেকে ৩ হাজার ২শ টন ওজনের স্প্যানটি বসানোর কাজ শুরু হবে। প্রকৌশলী দেওয়ান আব্দুল কা‌দের জানান, ৬ষ্ঠ স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর মূল অবকাঠামোর ৯০০ মিটার দৃশ্যমান হবে।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সা‌ড়ে ৮টায় কনস্ট্রাসশন ইয়ার্ড থে‌কে স্প্যান‌টি ৩৬০০ ট‌নের ক্রে‌নে তু‌লে নেওয়া শুরু হয়। মাঝ নদী‌ পে‌রি‌য়ে গে‌ছে স্প্যান‌টি। বুধবার সকা‌লের কুয়াশা কাট‌লে স্প্যান‌টি সেতুর পিলা‌রে স্থাপন প্রক্রিয়া শুরু হ‌বে।

সেতু প্রকল্প সূত্র জানায়, এর আগে চর কে‌টে ৬ ক্রেন পৌঁছার নদীপথ তৈ‌রি করা হ‌য়ে‌ছে। এছাড়া স্প্যান ফেব্রিকেশন ইয়া‌র্ডে ৩৪, ৩৩, ৩২, ৩১ এই পিলারগুলোর স্প্যানের বিভিন্ন অংশ জোড়া দেওয়া হয়েছে। এসব স্প্যান একের পর এক বসানো শুরু হবে জানুয়ারি শেষ হলেই।

গত বছরে জাজিরা প্রান্তের ৬টি পিলারে সেতুর ৫টি স্প্যান পৌনে এক কিলোমিটার দৃশ্যমান করা হয়। এসব স্প্যানে এখন চলছে রেল সংযোগের কাজ। কিছুটা পিছিয়ে আছে স্প্যানের উপরিভাগে সড়ক নির্মাণ কাজ।

সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম জানান, রেল স্ল্যাব বসানো চলছে। আর সড়কের প্রায় ৩০০ এর মত স্লাব প্রস্তুত হয়েছে। এ মাসেই বসানো শুরু হবে ৬ লেনের রোড স্ল্যাব বসানোর কাজ।

প্রকল্প সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত পুরো প্রকল্পের কাজ শেষ হয়েছে ৬৩ শতাংশ। এর মধ্যে মূল সেতুর কাজ হয়েছে ৭২ ভাগ আর নদী শাসনের কাজ হয়েছে ৪৯ ভাগ।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর