?????????????????????????????????????????????????????????

সৈয়দ আশরাফের শূন্য আসনে অবস্থা জানিয়ে ইসিকে স্পিকারের চিঠি

হাওর বার্তা ডেস্কঃ সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হয়ে গেজেট প্রকাশের পর শপথ না নেওয়ায় সৈয়দ আশরাফুল ইসলামের শূন্য আসনে ভোটের বিষয়ে করণীয় খুঁজছে নির্বাচন কমিশন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, “আজ (মঙ্গলবার) স্পিকার মহোদয়ের চিঠি পেয়েছি আমরা। নির্বাচিতদের গেজেটও হয়েছিল; কিন্তু কিশোরগঞ্জ-১ আসনে সৈয়দ আশরাফুর ইসলাম শপথ নিতে পারেন নি। ৩ জানুয়ারি তিনি (সৈয়দ আশরাফ) মারা যান।”

স্পিকারের চিঠির পর এ অবস্থায় পরবর্তী করণীয় নির্ধারণে বিষয়টি কমিশনে উপস্থাপন করা হবে বলে উল্লেখ করেন তিনি। এক্ষেত্রে কিশোরগঞ্জ-১ শূন্য আসনে ভোট করতে কতদিন অপেক্ষা করতে হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলেন নি ইসি সচিব। কোনো সংসদ সদস্যের মৃত্যু হলে সংশ্লিষ্ট আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে সংসদ সচিবালয়।

মৃত্যুর দিন থেকে আসনটি শূন্য ঘোষণা করা হয়ে থাকে। তার পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

দশম সংসদের সদস্য থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন সৈয়দ আশরাফ। আবার একাদশ সংসদের নির্বাচিত সদস্য হলেও শপথ নিতে পারেন নি।

ইতোমধ্যে বিএনপি ও গণফোরামের ৮ সদস্য এখনও শপথ নেন নি। তাদের ক্ষেত্রে (ভোটে নির্বাচিত কেউ) জাতীয় সংসদের অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে শপথ না নিলে তার আসন শূন্য হয়ে যাবে।

সূত্রঃ বিডি২৪লাইভ

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর