কিশোরগঞ্জের কটিয়াদীতে ইভটিজিংয়ের দায়ে বখাটের এক বছরের কারাদন্ড

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে ইভটিজিংয়ের দায়ে রিপন মিয়া (২৫) নামের এক বখাটের এক বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১২টায় দিকে কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চারিপাড়া গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসার ছাত্রীকে ইভটিজিং করায় তাকে আটক করে পুলিশ। পরে দোষ স্বীকারের ভিত্তিতে তাকে কারাদন্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

স্থানীয়রা জানান, কটিয়াদী উপজেলা সদর ভোগপাড়া ইসলামীয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী। মেয়েটি নিয়মিত মাদ্রাসায় যাওয়া আসার পথে এবং বাড়ীতে এসে উক্ত্যক্ত ও পড়ালেখায় বিঘ সৃষ্টি করত রিপন । এই খবর পেয়ে কটিয়াদী মডেল থানায় পুলিশ বখাটে রিপন কে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে দায় স্বীকার করায় আইনানুযায়ী এক বছরের কারাদন্ড দেয়া হয়। কটিয়াদী পৌর সদরের ভোগপাড়া গ্রামের হামিদ মিয়া পুত্র রিপন মিয়া।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর