হাওর বার্তা ডেস্কঃ সরকার নির্ধারিত ন্যূনতম মজুরি বাস্তবায়নের দাবিতে রাজধানীর উত্তরায় আজও বিক্ষোভ করছে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা।
আজ সোমবার সকালে, উত্তরার চৈতি গার্মেন্টসের সামনে শ্রমিকরা জড়ো হলে তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে পুলিশ। এসময় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এর আগে, রোববার সকালে উত্তরায় বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার কর্মীরা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করলে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর কারখানার মালিক ও পুলিশের আশ্বাসে বিক্ষোভরত শ্রমিকরা দুপুর দু’টায় রাস্তা থেকে সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।