হাওর বার্তা ডেস্কঃ নির্দিষ্ট কিছু মোবাইলে আজ থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ আগেই ঘোষণা দিয়েছিল যে, সিরিজ ৪০ অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোতে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে হোয়াটসঅ্যাপ পরিষেবা পাওয়া যাবে না।
অনেকেরই জন্যই এই খবরটি বেশ হতাশাজনক। কারণ সিরিজ ৪০ অপারেটিং সিস্টেম চালিত ফোনগুলোর মধ্যে কিছু ফোন বেশ দামি ছিল। যেমন ভার্চু সিগনেচার এস, ফোনটি যখন বাজারে এসেছিল তখন এর দাম ছিল প্রায় ৯ লাখ টাকা। দামি এই ফোনটিতে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। তবে ফোনটি প্রায় ১০ বছর আগেকার, তাই যারা ব্যয়বহুল ফোনটি কিনেছিলেন, ফোনটিতে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার না করতে পারাটা তাদের জন্য বেশ হতাশাকর।
তবে নকিয়া ৬৩০০-এর মতো মূল ধারার কিছু মোবাইলেও ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ।
এই পরিবর্তন কিছু লোকের জন্য বড় ধরনের দুঃসংবাদ, বিশেষ করে সেসব বয়স্ক মানুষজনের জন্য যারা পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য স্মার্টফোনের পরিবর্তে ফিচারফোনের ওপর নির্ভরশীল। এছাড়া দরিদ্র লোকজনের জন্যও এই পরিবর্তনটি সম্ভবত বিরক্তিকর হতে পারে।
সিম্ববিয়ান ৪০ অপারেটিং সিস্টেম চালিত সর্বশেষ ফোনটি হচ্ছে, নকিয়া ৫১৫, যা বাজারে এসেছিল ২০১৩ সালে। পুরোনো অপারেটিং সিস্টেমের এসব ফোনে হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না।
এক নজরে দেখে নিন, পুরোনো কোন ফোনগুলোতে আজ থেকে আর হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে না:
* নকিয়া ২০৬ সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম
* নকিয়া ২০৮
* নকিয়া ৩১০ সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম চ্যাট এডিশন
* নকিয়া ৫১৫ প্রিইনস্টল হোয়াটসঅ্যাপ নিউ
* নকিয়া আশা ২০১
* নকিয়া আশা ২০৫ চ্যাট এডিশন
* নকিয়া আশা ২১০
* নকিয়া আশা ২৩০ সিঙ্গেল সিম এবং ডুয়াল সিম
* নকিয়া আশা ৩০০
* নকিয়া আশা ৩০২
* নকিয়া আশা ৩০৩
* নকিয়া আশা ৩০৫
* নকিয়া আশা ৩০৬
* নকিয়া আশা ৩০৮
* নকিয়া আশা ৩০৯
* নকিয়া আশা ৩১০
* নকিয়া আশা ৩১১
* নকিয়া আশা ৫০০
* নকিয়া আশা ৫১০
* নকিয়া আশা ৫০২
* নকিয়া আশা ৫০৩
* নকিয়া সি৩-০০
* নকিয়া সি৩-০১
* নকিয়া এক্স২-০০
* নকিয়া এক্স২-০১
* নকিয়া এক্স৩-০২
* নকিয়া এক্স৩-০২.৫