কিশোরগঞ্জ-৪ আসনে নির্বাচনী পূর্ণাঙ্গ ফলাফল

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনের নির্বাচনে চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি (নৌকা), বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট মো. ফজলুর রহমান (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ আহসানুল্লাহ (হাতপাখা) এবং বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর (রিক্সা)।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ-৪ (মিঠামইন-ইটনা-অষ্টগ্রাম) আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ২০ হাজার ২৪৫ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ছিল ১৩৪টি।

নির্বাচনে মোট ২ লাখ ৬৮ হাজার ১১৪জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে ১৫৫০টি ভোট বাতিল হয়ে যায়।

বাকি ২ লাখ ৬৬ হাজার ৫৬৪ ভোটের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী রেজওয়ান আহাম্মদ তৌফিক ২ লাখ ৫৯ হাজার ৪৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এ্যাডভোকেট মো. ফজলুর রহমান পেয়েছেন ৪ হাজার ৯০৮ ভোট।

এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোহাম্মদ আহসানুল্লাহ ১ হাজার ৪৪৬ ভোট এবং বাংলাদেশ খেলাফত মজলিশ প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর ৭৫৯ ভোট পেয়েছেন।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর