হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের নিকলীতে অক্সফাম ও সিপিডির অর্থায়নে ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় বাস্তবায়ন কারি বেসরকারি সংস্থা পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইম্পিমেন্টেশন (পপি) রিকল ২০২১ প্রকল্প অফিসে সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল্ড(এসডিজি) সম্পৃক্ত নীতি ও কর্মসূচি নিয়ে এক দিনের ওরিয়েন্টেশন গত সোমবার (২৪ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
পপির প্রকল্প সমন্বয়কারি ফেরদৌস আলমের সঞ্চালনায় গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহন প্রকল্প, অধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় এসডিজি সম্পৃক্ত নীতি ও কর্মসূচি উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত থেকে মত বিনিময় করেন ছাতিরচর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাবেক ইউপি চেয়ারম্যান বদরুল আমীন চৌধুরী, নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের প্রভাষক মো. আসাদ, জামরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য সহকারি সুকুমার বর্মণ, জ্যেষ্ট সাংবাদিক এম হাবিবুর রহমান, দিলীপ কুমার সাহা, উপজেলায় কর্মরত কর্মিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন।