ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ২৪ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

নিখোঁজের ৫ দিন পর জমি খুঁড়ে পাওয়া গেল গলাকাটা মরদেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • ৩ বার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে মো. কামাল মৃধা (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের পেঁয়াজের একটি জমি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।

গতবছরের ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এরই মধ্যে গতকাল শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, ‘ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

চ্যাম্পিয়নস ট্রফিতে একসাথে সাকিব-তামিম

নিখোঁজের ৫ দিন পর জমি খুঁড়ে পাওয়া গেল গলাকাটা মরদেহ

আপডেট টাইম : ০৬:২৭:২০ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নিখোঁজের ৫ দিন পর মাটি খুঁড়ে মো. কামাল মৃধা (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের পেঁয়াজের একটি জমি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।

গতবছরের ৩০ ডিসেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এরই মধ্যে গতকাল শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোঁড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) মো. আসাদুজ্জামান সাকিল বলেন, ‘ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর মাটিতে পুঁতে রাখা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।