হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোরের প্রাণহানি হয়েছে। রোববার (১৬ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী ব্রিজ মোড় এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তিনজনই মোটর সাইকেল আরোহী।
তিন কিশোরের মধ্যে সৈকত (১৮) সদর উপজেলার প্যারাভাঙ্গা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে, মিলন (১৮) পাঠানকান্দি গ্রামের আবু বাক্কার মিয়ার ছেলে ও শুভ (১৭) ঝাটাশিরা গ্রামের বাবুল মিয়ার ছেলে। তাদের মধ্যে সৈকত এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, একই মোটর সাইকেলে তিনজন কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। দুপুরে সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ মধ্যপাড়া বেইলী ব্রিজ মোড় এলাকায় ঢাকা থেকে কিশোরগঞ্জগামী অনন্যা ক্লাসিক (ঢাকা মেট্রো ১১-৪৩৮৭) পরিবহনের একটি বাসের সাথে মোটর সাইকেলটির (কিশোরগঞ্জ হ – ১১-২৮৫২) মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে সৈকত ও মিলন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় শুভকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।