হাওর বার্তা ডেস্কঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রতিষ্ঠানটিতে ‘এক্সিকিউটিভ, প্রডাক্ট ডেভেলপমেন্ট (পিডি) ও এক্সিকিউটিভ (স্টোর)’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম- এক্সিকিউটিভ, প্রডাক্ট ডেভেলপমেন্ট(পিডি) ও এক্সিকিউটিভ(স্টর)।
পদসংখ্যা- যোগ্যতার ভিত্তিতে প্রয়োজনীয় সংখ্যক নিয়োগ দেওয়া হবে।
যোগ্যতা- সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে এমফার্মা/কেমেস্ট্রি/অ্যাপ্লাইড কেমেস্ট্রি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের জন্য প্রার্থীদের এক থেকে তিন বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের বয়সসীমা ন্যূনতম ২৫ থেকে ৩০ বছর পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের গাজীপুরে নিয়োগ দেওয়া হবে।
বেতন ভাতা- বেতন আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুয়েটি, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনের প্রক্রিয়া- প্রার্থীদের সদ্যতোলা দুইকপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জীবনবৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র পাঠাতে হবে এই ঠিকানায়।
ঠিকানা : হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানিন সেন্টার, ৩ আসাদ গেট, মিরপুর রোড, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।
আবেদনের শেষ তারিখ- আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।
সূত্র : জাগোজবস