হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে অরিত্রি অধিকারীর বাবা-মাকে সান্ত্বনা দিতে তাদের শান্তিনগরের বাসায় যাবেন।
অরিত্রির আত্মহত্যার ঘটনাটি সমাজে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়ায় সবার মধ্যেই স্বস্তি ফিরে এসেছে। অরিত্রির আত্মহননের মধ্য দিয়ে আমাদের শিক্ষার অব্যবস্থা, শিক্ষকদের অশোভন আচরণ, শিক্ষার বাণিজ্যিকীকরণসহ যেসব ত্রুটি নগ্নভাবে উন্মোচিত হলো তা দূর করতেও সরকার দ্রুত উদ্যোগী হলে মাননীয় প্রধানমন্ত্রী প্রশংসিত হবেন। সমস্যা চিহ্নিত হওয়ার পর তা সমাধানের পথে যাওয়াই ভালোর লক্ষণ।
প্রধানমন্ত্রী অরিত্রির দুঃখী পরিবারের যেমন সমব্যথী হবেন, তেমনি বিপন্ন শিক্ষার্থী-অভিভাবকদেরও সহায় হবেন। তিনি সংবেদনশীল। তিনিই পারবেন সব নিষ্ঠুরতার অবসানে কার্যকর ভূমিকা রাখতে।