হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সুস্থ থাকলেও নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যাওয়া প্রয়োজন। কিন্তু দলের স্বার্থে তিনি ১০ ডিসেম্বরের আগে সিঙ্গাপুর যাচ্ছেন না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেন, ‘আগামী ৯ ডিসেম্বরের মধ্যে মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সম্মিলিত জাতীয় জোটের নেতাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। মসিউর রহমন রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ শতভাগ ভালো আছেন, সুস্থ আছেন। নিয়মিত মেডিক্যাল চেকআপের জন্য তার সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু দলের স্বার্থেই ১০ ডিসেম্বরের আগেই যাচ্ছেন না তিনি।’
মহাজোটের সঙ্গে আসন চূড়ন্ত করার বিষয়ে সাংবাদিকদের মসিউর রহমান রাঙ্গা বলেন, ‘৯ ডিসেস্বরের মধ্যেই মহাজোটের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। যারা নির্বাচনে জিততে পারবেন এবং মাঠ পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে তাদেরই মনোনয়ন দেওয়া হবে।
দলটির মহাসচিব আরও বলেন, ‘মহাজোটের বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। তবে, জাতীয় পার্টি ৫৪ থেকে ৫৫টি আসন প্রত্যাশা করছে, যেখানে জাতীয় পার্টি জিতে আসতে পারবে। এই আসনগুলোতে আমাদের শক্তিশালী প্রার্থী আছে। তবে মহাজোটের চূড়ান্ত প্রার্থী তালিকা সংবাদ সম্মেলন করে জানিয়ে দেওয়া হবে।’
দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ নির্বাচন করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
জাতীয় পার্টির মনোনয়ন বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে সদ্য মহাসচিবের দায়িত্ব পাওয়া রাঙ্গা বলেন, ‘জাতীয় পার্টির কেউ মনোনয়ন বাণিজ্যের সঙ্গে জড়িত থাকলে প্রেসিডিয়ামে আলোচনার মাধ্যমে কমিটি গঠন করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ‘সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার শারীরিক অসুস্থতার জন্য নিজেই পার্টি চেয়ারম্যানের কাছে পদত্যাগ করেছেন। তিনি এখনও পার্টির প্রেসিডিয়াম সদস্য আছেন।’