হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরবে ইভটিজারদের হামলায় মোঃ আল-আমিন (৫০), মোঃ গোলাপ মিয়া (৬৮), আস্কর আলী (৭০), ফজলু মিয়া (৫০) ও বাবুল মিয়া (৪০) নামে পাঁচ ব্যক্তি আহত হয়েছেন। আহতদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আহত আল-আমিনের স্ত্রী ফেরদৌসী বেগম বাদী হয়ে দুই ইভটিজারসহ অজ্ঞাত ১০/১২ জনের বিরুদ্ধে আজ সোমবার বিকেলে ভৈরব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
একই সাথে যথাযথ প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীনের কাছেও একটি অভিযোগ দিয়েছেন। স্থানীয় লোকজনসহ ইভটিজিংয়ের শিকার পরিবার সূত্রে জানাযায়, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়–য়া দুই ছাত্রী গতকাল রোববার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে এনামুল (২০) ও ইয়াছিন (২২) নামের দুই ইভটিজার তাদের বন্ধুদের নিয়ে পথরোধ করে মোবাইল নাম্বার চায়। ছাত্রীরা তাদের মোবাইল নাম্বার দিতে অস্বীকৃতি জানালে তারা ছাত্রীদের আপত্তিকর কথাবার্তা বলে। এক পর্যায়ে তারা ছাত্রীদের হাত ও ওড়না ধরে টানাটানি করে। রাস্তার পাশে জমিতে কৃষি কাজ করা অবস্থায় এক ছাত্রীর চাচা বিষয়টি দেখতে পেয়ে এগিয়ে এলে ইভটিজাররা ছটকে পড়ে।
পরে ছাত্রীর বাবা মো: আল-আমিন স্কুলের প্রধান শিক্ষক মো: লিয়াকত আলীকে ঘটনাটি জানালে তিনি রোববার রাতেই ভুক্তভুগি পরিবারটির সদস্যদের নিয়ে স্কুল পরিচালনা পর্ষদকে বিষয়টি অবহিত করেন। এবং বিষয়টির প্রতিকারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগের আশ্বাস দেন। পরে দুই ছাত্রীর বাবাসহ পরিবারের সদস্যরা স্কুল থেকে বের হয়ে অটোরিক্সায় উঠলে ইভটিজারদের পক্ষে ১০/১২ জন বখাটে তাদের ওপর লাঠি-সোটা, রড নিয়ে আক্রমণ চালায়। এতে করে আল-আমিনসহ ওই পাঁচজন আহত হন।
আহত অভিভাবক আল-আমিন জানান, ওরা এলাকার মাদকাসক্ত এবং বখাটে ছেলে। তারা প্রতিদিন আমার মেয়েসহ স্কুলের ছাত্রীদেরকে ইভটিজিং করে উত্যক্ত করে। তাদের অশালীন কথার প্রতিবাদ করলেই ছাত্রীদের ওড়না টেনে ধরে, গায়ে হাত দেয়।
এ বিষয়ে জানতে চাইলে কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: লিয়াকত আলী জানান, ঘটে যাওয়া অনাকাংখিত ঘটনাগুলি তিনি জানেন। তিনি ক্ষতিগ্রস্থ অভিভাবদের লিখিত আকারে অভিযোগটি জানাতে অনুরোধ করেছেন। সেটি পাওয়ার পর স্কুল পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হবেন।
কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ জানান, বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি খুবই দু:খজনক। সুষ্ঠু বিচারসহ আইনি প্রতিকার পেতে ক্ষতিগ্রস্থ পরিবারটিকে আমার পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।
একটি লিখিত অভিযোগের মাধ্যমে তিনি বিষয়টি জেনে তাৎক্ষণিক থানা-পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদমীন।
ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) মো: বাহালুল খাঁন বাহার জানান, আজ সোমবার বিকেলে বাদীর অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হয়েছে। কিন্তু অপরাধীরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার সম্ভব না হলেও, তাদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত আছে।
ক্যাপশান: ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় ইভটিজারদের হামলায় আহত অভিভাবক মো: আল-আমিন ও গোলাপ মিয়া। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন॥