হাওর বার্তা ডেস্কঃ তিন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়। সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়, বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি মো. আজাদ মিয়াকে গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. আনিসুর রহমানকে পুলিশ সদর দপ্তরে সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) এবং ডিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়।
রোববার রাষ্ট্রপতির আদেশক্রমে এ প্রজ্ঞাপন জারি করা হয়।