হাওর বার্তা ডেস্কঃ ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জেলা শাখার সদস্য এনায়েত হোসেন মণ্ডল।
বর্তমানে ফুলপুর উপজেলা শাখার সদস্য সচিব ও জেলা শাখার সদস্য পদে দায়িত্ব পালন করছেন। সংসদ সদস্য হতে এলাকায় গণসংযোগ করে দলীয় নেতাকর্মীর বাইরেও বিভিন্ন শ্রেণীপেশার মানুষের কাছে সুপরিচিতি পান। রোববার দলীয় নেতাকর্মীসহ রাজধানীর বনানী কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
এনায়েত হোসেন মণ্ডল সাংবাদিককে বলেন, উন্নয়নের রূপকার পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের সময়ে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় ফুলপুর ও তারাকান্দায় যে উন্নয়ন হয়েছে অন্য কোনো সরকারের সময়ে হয়নি।
এখানে জাতীয় পার্টির ভালো অবস্থানে থাকলেও যোগ্য প্রার্থীর অভাবে আসনটি পাচ্ছি না। পার্টির চেয়ারম্যান এরশাদ ও কো-চেয়ারম্যান রওশন এরশাদের আশীর্বাদ নিয়ে আসনটি উদ্ধার করতে এবার আমি মনোনয়নপ্রত্যাশী।
জাতীয় পার্টির সব নেতাকর্মীসহ ফুলপুর-তারাকান্দার সাধারণ মানুষ আমার পাশে রয়েছে। আশা করি আমাকে মনোনয়ন দেয়া হবে।