বিএফআইইউর প্রধান কর্মকর্তা পদে নিয়োগ পেলেন রাজী হাসান

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এতথ্য জানিয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়েল উপসচিব আরিফ নাজমুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসানকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ২৪ (১)(ঘ) ধারা অনুযায়ী যোগদানের তারিখ থেকে তার বয়স ৬৫ বছর পর্যন্ত অর্থাৎ ১০ সেপ্টেম্বর ২০২১ তারিখ (২ বছর ১০ মাস ১ দিন) পর্যন্ত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

Print Friendly, PDF & Email

     এ ক্যাটাগরীর আরো খবর