হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের ন্যায় কিশোরগঞ্জের তাড়াইলেও জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, সোমবার জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের হয়ে তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মিলিত হয়।
উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অংশ গ্রহণ করেন,তাড়াইল উপজেলা (প্যানেল) চেয়াম্যন মোছা. রোকেয়া বেগম, উপজেলা নিবার্হী কর্মকর্ত মোছা. লুৎফুন নাহার, উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী মিজানুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেন,
উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম কিবরিয়া, উপজেলা সেচ্চসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন কাজল ইদ্রিসসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তৃতায় নিরাপদ সড়কের বিভিন্ন দিক তুলে ধরেন।