হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা শাখার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের তিন বছর মেয়াদী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০ অক্টোবর) উপজেলা কৃষি হলরুমে তিনটি পদে ডিকেআইপির নির্বাচন সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে দুপুর ১ টা পর্যন্ত আনন্দময় পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
উক্ত নির্বাচনে ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন তারিক বিন মতিন। তার নিকটতম প্রতিদ্বন্দী আবুল হোসেন পেয়েছেন ১২ ভোট। সিনিয়র সহ-সভাপতি হিসেবে শহিদুল উসলাম পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী হাফিজুর রহমান ভ’ইয়া পেয়েছেন ১২ ভোট। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান রিপন। তিনি পেয়েছেন ১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী মেজবাহ উদ্দিন খান পেয়েছেন ১২ ভোট।
উক্ত ডিকেআইপির নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, আবদুল লতিফ পাঠান। সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন, মোস্তাফিজুর রহমান রিপন। পুলিং অফিসারের দায়িত্বে ছিলেন,আমিনুল ইসলাম ও কুলসুম আকতার।
উল্লেখ্য, ডিপ্লোমা কৃষিবিদ ইনষ্টিটিউশন তাড়াইল উপজেলা শাখার উক্ত নির্বাচনে ২৬ জন সদস্য এতে ভোট প্রয়োগ করেন।