হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫৫লাখ ৯৬হাজার ৩৫৫টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় আইন অমান্যকারী গাড়ি ও চালকদের বিরুদ্ধে ৪হাজার ৪২৮টি মামলা করা হয়। অভিযানকালে ১৯টি গাড়ি ডাম্পিং ও ৮৪৮টি গাড়ি রেকার করা হয়েছে।
সোমবার দিনভরের অভিযানে এসব মামলা ও জরিমানা করা হয়। ট্রাফিক বিভাগ সূত্র জানায়, অভিযানকালে উল্টোপথে গাড়ি চালানোয় ৪৫২টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ১২২টি, হুটার ও বিকন লাইট ব্যবহার করার জন্য ৬টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১২টি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।
এছাড়া অভিযানকালে ট্রাফিক আইন অমান্য করায় ১হাজার ৩৫৭টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১২১টি মোটরসাইকেল আটক করা হয়। সেইসঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় চালকের বিরুদ্ধে ১৭টি মামলা দেওয়া হয়েছে।