বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, আন্দোলনের জন্য জনগণ বিএনপির আসায় বসে থাকবে না। সরকারের জুলুম-নির্যাতনে অতিষ্ঠ হয়ে বিএনপিকে পেছনে রেখেই আন্দোলন করবে জনগণ।
বুধবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে নারায়ণগঞ্জ জেলা শাখা তাঁতিদলের উদ্যোগে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
নোমান বলেন, সরকারের দুঃশাসন নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হবেই। আর সেই আন্দোলন করবে সাধারণ জনগণ। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সুসংগঠিত হওয়ার চেষ্টা করছি। তবে সরকার সাংবিধানিক অধিকার কেড়ে নেয়ায় আমরা সুসংগঠিত হতে পারছি না। কোনো কর্মসূচি পালন করতে পারছি না। এমনকি কথাও বলতে পারছি না।
তিনি বলেন, আন্দোলন মানে সশস্ত্র আন্দোলন নয়, ব্যালটের আন্দোলন। জনগণ ব্যালট পেপারের মাধ্যমে ভোটাধিকারের সুযোগ পেলে সরকারকে পরাজিত করবে। জনগণ ক্ষমতাসীন সরকারের নাম দিয়েছে ‘নিখিল বাংলা লুটপাট সমিতি’। এরকম করলে জনগণ সাময়িকভাবে দমে যায়, কিন্তু নির্যাতনের চাপ বেড়ে গেলে বসে থাকবে না জনগণ।
যতক্ষণ পর্যন্ত দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে না ততদিন এ সংকট থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা তাঁতি দলের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান।
বক্তব্য রাখেন বিএনপির সহ-তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, তাঁতি দলের সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন ইসলাম খান, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।