হাওর বার্তা ডেস্কঃ আজ ১৯ সেপ্টেম্বর–দেশীয় চলচ্চিত্রের অমর রোমান্টিক নায়ক সালমান শাহ এর জন্মদিন। বেঁচে থাকলে এই নায়ক আজ পালন করতেন তার ৪৭তম জন্মবার্ষিকী। নব্বইয়ের দশকে বাংলাদেশের চলচ্চিত্রে ধূমকেতুর মতো সালমান শাহর আবির্ভাব ঘটে। মাত্র চার বছরে ২৭টি সিনেমায় অভিনয় করে খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেন তিনি।
জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন এই নায়ক। প্রত্যেক বছরের মতো এবারো প্রিয় নায়কের জন্মবার্ষিকী পালনের উদ্যোগ নিয়েছেন তার ভক্তরা। এ উপলক্ষে সালমান শাহ উৎসব এবং তারকা মেলা-২০১৮-এর আয়োজন করেছে সালমান শাহ স্মৃতি পরিষদ। দেশীয় চলচ্চিত্রের নায়ক-নায়িকা, গায়ক-গায়িকা, মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই সংগঠন।
আজ সারাদিনব্যাপী বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) চত্বরে আলোচনা সভা, কেক কাটা, স্মৃতি সম্মাননা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও তারকা মেলার আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। সালমান শাহ উৎসবে চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতাঙ্গনের জনপ্রিয় তারকা শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।