হাওর বার্তা ডেস্কঃ এখন পর্যন্ত ক্যারিয়ারে বেশকিছু ভালো ছবি করা হয়েছে আমার। ভালো-মন্দ মিলিয়ে নানা ছবিতে কাজ করার সুযোগ হয়েছে। তবে এখন অনেকটা গুছিয়ে নিচ্ছি নিজেকে। সংখ্যা কমিয়ে ভালো ছবিতেই কাজ করার পরিকল্পনা রয়েছে আমার। সামনে তেমনই ভালো কিছু ছবিতে দর্শক আমাকে দেখতে পাবেন। আর একটা কথা, এখন পর্যন্ত ‘জান্নাত’ আমার ক্যারিয়ারের সেরা ছবি। ছবির ব্যবসা এক বিষয়, সাড়া পাওয়া আরেক বিষয়। সাড়া পাওয়ার দিক দিয়ে এ ছবিটিকে আমি উর্ধ্বে রাখতে চাই। তবে অন্য ছবিগুলোকেও আমি খাটো করে দেখব না।
এ ছবিগুলোর মাধ্যমে অনেক ধরনের অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়েছে আমার-কথাগুলো বলছিলেন চিত্রনায়ক সাইমন সাদিক। এবারের কোরবানি ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত ছবি ‘জান্নাত’। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় এ ছবিতে সাইমনের বিপরীতে মাহি অভিনয় করেছেন। শুরুতে ২১টি সিনেমা হলে মুক্তি পেলেও ছবিটি পরে ৬০টির বেশি সিনেমা হলে মুক্তি পায়। সম্প্রতি সাতক্ষীরার সংগীতা সিনেমা হল থেকে প্রদর্শনের আগেই স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীদের অভিযোগে প্রশাসনের নির্দেশে ছবিটি নামিয়ে ফেলা হয়।
এ প্রসঙ্গে সাইমন বলেন, এটি আমার জীবনে দেখা একটা নতুন ঘটনা। ছবিটি না দেখে সিনেমা হল থেকে নামিয়ে ফেলাটা হয়তো ঠিক হয়নি। ছবিটি দেখা উচিত ছিল। তবে বিষয়টি নেতিবাচকভাবে দেখছি না আর। কারণ ঈদে সারাদেশের বিভিন্ন সিনেমা হলে ‘জান্নাত’ মুক্তি পাওয়ার পর আমি অনেক সাড়া পেয়েছি। এখন পর্যন্ত এ ছবিটি থেকেই আমি দর্শকদের কাছ থেকে বেশি সাড়া পেয়েছি। সাইমন অভিনীত এ পর্যন্ত ‘জ্বী হুজুর’, ‘পোড়ামন’, ‘এর বেশি ভালোবাসা যায় না’, ‘স্বপ্নছোঁয়া’, ‘চুপি চুপি প্রেম’, ‘ব্ল্যাকমানি’, ‘অ্যাকশন জেসমিন’, ‘অজান্তে ভালোবাসা’, ‘পুড়ে যায় মন’, ‘চোখের দেখা’, ‘তুই আমার’, ‘মায়াবীনি’, ‘খাসজমিন’, ‘জান্নাত’সহ বেশকিছু ছবি মুক্তি পেয়েছে। সাইমন ও অধরা খান অভিনীত ‘মাতাল’ নামে একটি ছবি খুব শিগগিরই মুক্তি পাবে।
এ ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এছাড়া শফিক হাসানের ‘বাহাদুরি’ এবং শওকাতের ‘নদীর বুকে চাঁদ’ ছবি দুটিও মুক্তির অপেক্ষায়। সম্প্রতি ‘মাতাল’ ছবির ‘হৃদয়ও পিঞ্জরে’ শিরোনামের একটি গান প্রকাশ পায়। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী। সামনের ছবিগুলো নিয়ে সাইমন বলেন, ‘মাতাল’ ছবিটি অ্যাকশন ঘরানার। শাহীন সুমন ভালো পরিচালক। ছবির গানটি প্রকাশের পর বেশ সাড়া পাচ্ছি। এ ছবির গল্পে দেখা যাবে, কেউ ক্ষমতায় মাতাল, কেউ প্রেমে মাতাল। এদের একেক জনের লক্ষ্য থাকে একেক রকম, সকলে সেই লক্ষ্য পূরণে জয়ী হতে চায়। শুধু মদ খাওয়ার জন্য মাতাল এমন না বিষয়টি। আর ‘বাহাদুরী’ ছবিতে তিনজনের রাজত্ব দেখা যাবে। তিনজন হচ্ছেন মিশা সওদাগর, জায়েদ খান এবং আমি। আর এই রাজত্বটা অবশ্যই ঢাকাকে ঘিরে। এ ছবিটিও অ্যাকশন ঘরানার।
সামনে মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় ‘আনন্দ অশ্রু’ ছবিটিও মুক্তি পাবে। এ ছবিতে আমার বিপরীতে মাহি অভিনয় করেছেন। অন্যদিকে ‘নদীর বুকে চাঁদ’ ছবিতে আমার বিপরীতে পরীমনি অভিনয় করেছেন। আর সামনে বদিউল আলম খোকন ভাইয়ের পরিচালনায় ‘আমার মা আমার বেহেশত’ ছবির কাজ আবারো শুরু হবে। এ ছবিতেও মাহি আমার বিপরীতে কাজ করছেন। সম্প্র্রতি শুরু হয়েছে নতুন মুখের সন্ধানে কার্যক্রম। এ প্রেক্ষিতে প্রশ্ন ছিল- ঢালিউডে এখন নতুন মুখের দরকার আছে কি? উত্তরে সাইমন বলেন, শিল্পী সংকটে সত্যিই ভুগি। কারণ ছবিতে পার্শ্ব চরিত্রে তেমন ভালো অভিনেতা-অভিনেত্রী পাওয়া যায়না। এটা বড় সমস্যা। শুধু নায়ক-নায়িকা তো নেয়া হচ্ছে না। এখানে বিভিন্ন ধরনের চরিত্রের শিল্পীও খুঁজে নেয়া হবে। কার্যক্রমটা সফল হলে এবং ভালো কিছু শিল্পী এখান থেকে পাওয়া গেলে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। কারণ মেধাবী নতুন শিল্পীর অবশ্যই দরকার আছে।