হাওর বার্তা ডেস্কঃ পুলিশের দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। দুই কর্মকর্তাকে বদলি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাহবুব আলম পিপিএমকে (বার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার হিসেবে বদলির আদেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে ঢাকা টুরিস্ট পুলিশের সুপার মো. আব্দুর রহমান খাঁন পিপিএমকে বদলি করা হয়েছে বিশেষ পুলিশ সুপার হিসেবে পুলিশের বিশেষ শাখা ঢাকায়।